ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের পাঁচ দিন পর বৃদ্ধের দেহাবশেষ উদ্ধার।
বিশেষ প্রতিনিধি: রোমন হায়দার (নাসিরনগর) ব্রাহ্মনবাড়িয়া।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের পশ্চিম পাশের ফসলের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিন্নত আলী গত রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ। পরে আশেপাশে, মাইকিং, আত্মীয়স্বজনদের বাড়িসহ সোস্যাল মিডিয়ায় পোস্ট করে খুঁজাখুঁজি করে পরিবারের লোকজন। নিখোঁজের ৫ দিন পর আজ সকালে তার দেহাবশেষ নিজ জমি থেকে উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ। নিহতের একমাত্র ছেলে জুয়েল বলেন, আমি আজ সকালে আমাদের ফসলি জমিতে ঔষধ দিতে যাই, একটি জমিতে ঔষধ দেওয়া শেষ হলে পরবর্তী আরেকটা জমিতে ঔষধ দেওয়ার সময় দেখি জমিতে কঙ্কাল এবং হাড্ডি পড়ে আছে। কাছে গিয়ে বাবার পড়নের লুঙ্গি দেখে আমি শনাক্ত করি এটা আমার হারিয়ে যাওয়া বাবার দেহাবশেষ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, গত (২১ সেপ্টেম্বর) মিন্নত আলী নিখোঁজ হয়। নিখোঁজের পর তার পরিবার থেকে মিসিং ডাইরি করে। নিখোঁজের ৫ দিন পর আজ সকালে আমরা খবর পেয়ে এসে মিন্নত আলী দেহাবশেষ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।