কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের সংবাদ সম্মেলন রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান ও নোয়াখালী-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ ফখরুল ইসলাম বলেছেন, “আমি বিগত ফ্যাসিস্ট শাসনামলে মিথ্যা মামলায় কারাভোগ করেছি এবং একাধিক মামলার প্রধান আসামী হয়েছি। তবুও বিএনপির রাজনীতির হাল ছাড়িনি। আওয়ামী সরকারের দুঃশাসনের সময়ও আমি নেতাকর্মীদের পাশে থেকেছি। এ কারণেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে নেমেছে।”
তিনি অভিযোগ করে বলেন, শনিবার দৈনিক মানবজমিনের ১ম পৃষ্ঠায় ১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব শিরোনামে এস আলম গ্রুপের সঙ্গে আমার নাম জড়িয়ে উদ্দেশ্যমূলক ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার প্রতিবাদ লিপি মানব জমিনের সম্পাদক বরাবর পাঠিয়েছি। মানব জমিন পত্রিকায় আমার প্রতিবাদ না ছাপানো হলে আমি এ পত্রিকার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। শনিবার বিকেলে কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নেতা আফতাব আহম্মেদ বাচ্চু, আবুল বাশার, একরামুল হক মিলন মেম্বার, আনিছুল হক, মহিন উদ্দিন ছোটন প্রমুখ নেতৃবৃন্দ।