রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

জুলাইয়ে আহত ও শহীদদের স্মরণে কাইতলায় আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ১৫০ বার
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

22

জুলাইয়ে আহত ও শহীদদের স্মরণে কাইতলায় আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা বাজারে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জুলাই বিপ্লবী শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় সাদু-কালাগাজী সুপার মার্কেট সংলগ্ন কাইতলা বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক
শহীদ মীর মুগ্ধের পিতা জনাব মীর মুস্তাফিজুর রহমান (বাবুল)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ তানজিলের পিতা জনাব শফিকুল ইসলাম।

আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—জনাব মুখলেসুর রহমান,আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলা শাখা।
জনাব নাজমুল আলম আরিফ
সৈয়দ রফিকুল হক (ইকবাল),
জনাব মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী।
মাওলানা মুহসিনুল করীম হারুনী,
জোবায়ের আহমেদ মাসুদ
সাংবাদিক আব্দুল হাদি
হাফেজ মুফতি হেলাল
হাফেজ আসাদুল্লাহ
হাফেজ রওশন আলম প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সৈয়দ ফরহাদ হোসাইন ফারুকী এবং মুফতি মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন হযরত মাওলানা নাজির হুসাইন সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আখতার হুসাইন মাহমুদী সাহেব।

বক্তারা তাঁদের বক্তব্যে মুসলিম উম্মাহর ঐক্য, শহীদদের আত্মত্যাগের তাৎপর্য ও বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা শেষে শহীদদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ