সিলেট মদন মোহন ছাত্রদলের সভাপতি সদরের অপু
সিলেট প্রতিনিধি :-
সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। ইতিহাসের প্রথম উক্ত কলেজে ছাত্র দলের কমেটিতে সদর উপজেলার একজন সভাপতি হয়েছেন, জানা যায় এর আগে কখনোই সিলেট সদর উপজেলার কোনো বাসিন্দা সিলেট মদন মোহন কলেজ এর সভাপতি হতে পারেন নাই।
সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলে কামরান উদ্দিন অপুকে সভাপতি ও সাহান আল মাহমুদ খাঁনকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
সিলেট মহানগর ছাত্রদল সভাপতি সুদিপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত এ কমিটি ২৮ জুন অনুমোদিত হয়।
নতুন কমিটির সভাপতি কামরান উদ্দিন অপু বলেন, “আমাকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।”
তিনি আরো জানান, ত্যাগ শ্রম কখনোই বিফলে যায় না এইটাই সত্য, যৌবনের প্রথম প্রেম হিসেবে ছাত্রদল কে বেচেনিয়েছিলাম ,মানুষ মাত্রই তো রাজনৈতিক, তাই রাজনীতির সঙ্গে আমার যাপন। পদ-পদবি বড় নয়, আসল কথা হল জাতিয়তাবাদী দল বিএনপির আদর্শে দেশ গড়ার জন্য সর্বদা প্রস্তুত থাকা। আমরা সকলে তা আছি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর যে ফ্যাসিস্ট, মাফিয়া সরকারের পতন করেছি আমরা, সেই যাত্রায় সকলে সমান গুরুত্বপূর্ণ। সৈরাচারীণির এই দীর্ঘ পথ চলায় অনেক ঘাত-ঘাত-প্রতিঘাত চ্যালেঞ্জ এসেছিলো সব কিছুকে পেছনে ফেলে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি দলের আদর্শ সততায় রাজনীতি করতে। আমি দলের দুঃসময়ে দলের সাথে বেঈমানী করিনি মাঠ ছেড়ে পালিয়ে যায় নি। দলের প্রতি আনুগত্য কিংবা দায়বদ্ধতার মাধ্যমে হয়ত প্রমাণ করতে পেরেছি আমার কাজের কিংবা দলের প্রতি কমিটমেন্টের , এই গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু একটি পদ নয় এটি আপনাদের আমার প্রতি অগাধ মূল্যবান বিশ্বাস আস্থা। আর এই মূল্যায়ন জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটমেন্ট’র বাস্তবায়ন ,আমার সংগ্রাম ,ত্যাগ, ঘাম ও শ্রমের মূল্যায়ন করে আমাকে সিলেটের রাজনৈতিক আতুঁড়ঘর খ্যাত ছাত্রদলের ক্যাম্পাস সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি রাখছি অশেষ কৃতজ্ঞতা