তিতাস, বুড়ি ও মেঘনার মোহনায় নবীনগরনামা”র উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার,নবীনগর উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন নবীনগরনামা “HELPLINE NABINAGAR” এর উদ্যোগে আজ ০৫ জুলাই ২০২৫ রোজ শনিবার
“যেথায় থাকিস ফিরিস তোরা এই তিতাসের তীরে, সেথায় আমার নাড়ীর টান প্রাণের নবীনগরে”
এই মর্মস্পর্শী স্লোগানকে সামনে রেখে তিতাস, বুড়ি ও মেঘনার মোহনায় প্রায় ০৩ মন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা সদরের আহমেদ গার্ডেন সিটি”র ফেরি ঘাটে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা নদী রক্ষা, নদী দূষণ রোধ, রিং জালের ব্যবহার বন্ধ, বৈদ্যুতিক শক দিয়ে মাছ আহরন বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় নবীনগরের বুদ্ধিজীবি, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও সকল শ্রেণীপেশার মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে উপস্থিত ছিলেন। এই আয়োজন নবীনগরের পুরনো ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় স্থানীয়দের অঙ্গীকারের এক অনন্য প্রতিফলন। নবীনগরবাসীর সার্বিক সহযোগিতায় ফেসবুক গ্রুপে নবীনগরনামা”র ব্যবস্থাপনায় তিতাস নদীর মুক্ত জলাশয়ে এই পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে নদীর জীববৈচিত্র্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী, সাংবাদিক ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল হক, সভাপতি ও সিনিয়র এডমিন আলমগীর হোসেন, সিনিয়র এডমিন ও ভবিষ্যৎ কর্ণধার সোহেল তানভীর, খলিল উল্লাহ সম্রাট শাহজাহান, জুয়েল মৃধা, বইমজুর স্বপন মিয়া, নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি, আনোয়ার হোসেন, সাংবাদিক মাহবুব মোর্শেদ, সোহেল রানা, ফজলে রাব্বি পাপ্পু, আমির হামজা সহ আপামর মানুষের ব্যপক উপস্থিতি লক্ষ করা গেছে।
পথচারীদের সাথে কথা বলার সময় বয়োবৃদ্ধ জনাব শাহালম মিয়া (৮২) বলেন আমার জন্মের পরে অত বড় মাছ ছাড়ার আয়োজন দেকলাম। সরহারি বেডা আইতে দুগলা মাছ ছাইরা ছবি হুদা ছবি তুলে, ইতান আমডার কোন কামে লাগেনা। হগলতে এই সংগঠনের মত এইবাবে মাছ ছাড়লে বাজারের মাইদ্দে মাছের দাম মেলা কমব। আমরা হাইয়া অ শান্তি পামু।
এ সময় এই মহতী আয়োজনের উদ্যোক্তা প্রবাসী জনাব রুবেল মিয়া ও সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করা হয়। ভবিষ্যতেও সকল প্রবাসীরা নবীনগরের জন্য সর্বোচ্চ কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এই ধরনের উদ্যোগ তিতাস নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার উন্নয়নে সহায়ক হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।