গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ এঁর নবীনগর উপজেলায় আগমন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং
মোঃখলিলুর রহমান খলিলঃ ৫ জুলাই শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ এঁর নবীনগর উপজেলায় আগমন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নবীনগর খালিদ বিন মনসুর
তিনি প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের মাধ্যমে নবীনগর বাসীর অতি গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে জানতে চাইলে নবীনগরের প্রতিটি সাংবাদিক সংগঠন ও সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে চারটি জনগুরুত্বপূর্ণ দাবী উল্লেখ করা হয় নবীনগর টু বাঞ্ছারামপুর সড়ক,নবীনগর টু আশুগঞ্জ সড়ক,গ্যাস সংযোগ, নদী ভাঙ্গন রোধে বেড়িবাঁধ নির্মাণ।
এই বিষয় গুলো আগামীকাল ড.সালেহউদ্দিন আহমেদ এর নজরে আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, গৌরাঙ্গ দেবনাথ অপু, সাইদুল আলম সৌরাফ,প্রফেসর দেলোয়ার হোসেন, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃখলিলুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নবীনগর রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শরীফ, নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, নবীনগর সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরাম,উপজেলা প্রেস ক্লাবের সদস্য সোহেল খান, সাংবাদিক পারভেজ বিন খলিল,ইকরাম, ফজলে রাব্বি প্রমূখ।