মোঃ খলিলুর রহমান খলিলঃ২রা জুন সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা বিএনপি’র কেন্দ্রীয় অফিস হাজি রহিছ মিয়া মেম্বার মার্কেটের তৃতীয় তলায়, দেশের সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আদর্শের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসুস্থতা জনিত কারণে ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) জনাব সায়েদুল হক সাঈদ।
নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া সভাপতিত্ব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য মোঝ ফারুক, নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি, মহিউদ্দিন ভূঁইয়া বাবুল।
নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিটন মেম্বার,মোঃ বাছির মিয়া, সহ-সাধারণ সম্পাদক নবীনগর পৌর বিএনপি। সহ-তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক বাকির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক দিলীপ কুমার।
এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শরীফ উদ্দিন, বীরগাঁও যুবদল নেতা আল আমিন ভূঁইয়া, কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাসেল, নবীনগর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সুহেল খান, নবীনগর পৌর বিএনপি নেতা মামুন, পশ্চিম ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আক্তার হোসেন মোহাম্মদ আল আমিন হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর পৌর বিএনপির প্রচার সম্পাদক গোলাম হোসেন মাস্টার।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা রায়হান হোসেন আনসারী।
এই আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন বক্তাগণ এবং প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।