জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ও পৌর যুবলীগ সহসভাপতি মাঞ্জুরুল হক মাঞ্জু গ্রেফতার
মোঃ খলিলুর রহমান খলিলঃনবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল আওয়াল রবিকে আজ ২রা জুন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে বাড়ি ফেরার পথে পুলিশ আটক করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি তাঁর জনপ্রিয়তার মাধ্যমে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযুদ্ধা আব্দুল রউফকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি তৎকালীন সময়ে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার পরিকল্পনা করলেও গুঞ্জন উঠে তিনি হেফাজত ইসলামের নেতা, এজন্য আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত করা হন।
স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ভাঙরা বাজার কমিটির সভাপতিও ছিলেন।তবে বাজারের দোকান ঘর নির্মাণ ও সরকারের জায়গায় ঘর নির্মাণের পর উচ্ছেদ এর ঘটনায় তিনি সমালোচনার স্বীকার হন ও সমালোচিত হন।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর যুবলীগের সহ সভাপতি মাঞ্জুরুল হক মাঞ্জু (৩৬)কে গতরাতে (২-জুন) গ্রেফতার করেছে যৌথবাহিনী। সে নবীনগর উপজেলা সদরের বাসিন্দ ও ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী । যৌথবাহিনী গতকাল রাত আড়াইটায় সদরের উত্তর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয় তথ্যমতে, যুবলীগ নেতা মাঞ্জু নবীনগর ৩নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী।সে পৌর যুবলীগের সহসভাপতির দায়িত্বে আছেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের সময় এই যুবলীগ নেতার কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেছে, এছাড়া মাঞ্জুর বিরুদ্ধে থানায় মামলাসহ প্রচুর অভিযোগ রয়েছে। ওসি আরও জানান, ধারাবাহিক কার্যক্রম শেষে আজই (২-জুন) তাকে আদালতে প্রেরণ করা হবে।