বোদা পাথরাজ সরকারি কলেজে কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন অনুষ্ঠিত।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পাথরাজ সরকারি কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলতাব হোসেনের সভাপতিত্বে উক্ত জন্মদিনের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বোদা পাথরাজ সরকারি কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃময়েজ উদ্দিন সাবেক সরকারি অধ্যাপক বোদা পাথরাজ সরকারি কলেজ, বিকাশ চন্দ্র অধিকারী সাবেক অধ্যাপক পাথরাজ সরকারি কলেজ, ১২৬ তম জন্মদিন অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী এবং কবিতা আবৃতি কথা তুলে ধরেন। কাজী নজরুল ইসলামের স্মরণে পাথরাজ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১২৬তম জন্মদিন অনুষ্ঠানে বোদা পাথরাজ সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষিকা গন উপস্থিত ছিলেন, সর্বশেষে রবীন্দ্র সংগীত নিত্য এবং গানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।