ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি নির্বাচিত হওয়ায় মলাই মিয়ার নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল আনন্দ মিছিল
মোঃখলিলুর রহমান খলিলঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ণাঙ্গ কমিটিতে নবীবগর পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও উপজেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুবনেতা মোঃ মলাই মিয়া সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আজ ২৫/০৫/২০২৫ শনিবার বিকালে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নবীনগর জমিদার বাড়ির মাঠ থেকে ঢাকঢোল বাজিয়ে বিশাল আনন্দ মিছিল বের হয়।সমাবেশকে কেন্দ্র করে দূপুর দুইটা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জমিদার বাড়ী মাঠে এসে উপস্থিত হতে থাকে। মিছিলটিতে ৯০ দশকের বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী যারা দলের দুর্দিনে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের দেখা যায়। আনন্দ মিছিলটি নবীনগর সদর বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সড়কে সমাবেশ করে।
পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন ভিপির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শুকুর খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মলাই মিয়া।
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদীছ শাহিন, ইউনুস খান, মহসিন, আনোয়ার,দীপু ও ইকবাল, নূরুল আমিন নূরু, কামাল সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা মোঃ মলাই মিয়া নবনির্বাচিত কমিটির সভাপতিও সাধারণ সম্পাদক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, আমরা সকলে মিলে তাকে জয়ী করব ইনশাল্লাহ। আমি ৪৫ বছর যাবত আপনাদের সাথে সুখে দুঃখে রাজনীতির মাঠে আছি, বাকি জীবনটা থাকবো।
যারা আমাকে ভালোবেসে আজকের এই আনন্দ মিছিলে যোগদান করেছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায়।
উপজেলা বিএনপির নেতা কর্মীদের সমন্বয়ে গত একসপ্তাহের মধ্যে তিনজন নেতাকে জেলা বিএনপির কমিটিতে স্থান পাওয়ায় তাদের কর্মী সমর্থকদের আলাদা ভাবে আনন্দ মিছিল হয়।নবীনগর উপজেলা বিএনপির নেতা কর্মীরা উজ্জীবিত ও উৎসবের আনন্দে রয়েছে