নবীনগরের টিয়াড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ আহত ৮
মোঃ শাহ আলম খন্দকারও আব্দুল হাদীর যৌথ প্রতিবেদনঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের টিয়ারা গ্রামে আবুল হোসেন চেয়ারম্যান গ্রুপ ও জাকির মহাজনের শিশু মিয়া গ্রুপের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ৮ জন আহত হয় । দুই বংশের লোকদের মধ্যে গত সংসদ নির্বাচন থেকেই বিভিন্ন সময় তুচ্ছ বিষয় নিয়ে ধাওয়া পাল্টা চলে।আজ ঘটনার চূড়ান্ত রুপ লাভ করে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যৌথ বাহিনীর প্রয়োজন হয়।আহতরা হলেন মোঃ মহসিন মিয়া (৪০)পিতা মৃত শাহ আলম, মোঃ আলম মিয়া (৫৫) পিতা মোঃ রুবেল মিয়া (২৪)মোঃসাদেক মিয়া (৪৫) পিতাঃ বাচ্চু মিয়া,মোঃরফিকুল মিয়া (৬৫)পিতা ফুল মিয়া, সহ মোট ৮ জন আহত হন।
জটিল পরিস্থিতিতে জনতা নিউজ এর বিশেষ প্রতিনিধি আব্দুল হাদী ও শাহআলম ঘটনাস্থলে উপস্থিত থেকে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের ক্যামেরায় ধরাপরা ছবিগুলো মূহুর্তের মধ্যে নবীনগরে ভাইরালও হয়েছে।