রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

নবীনগর উপজেলা বাসীর কল্যানে কাজ করতে চাই -অধ্যাপক নায়লা ইসলাম

প্রতিনিধির নাম / ১৫১ বার
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

9

নবীনগর উপজেলা বাসীর কল্যানে কাজ করতে চাই -অধ্যাপক নায়লা ইসলাম

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর নির্বাচনী এলাকা থেকে অধ্যাপক নায়লা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নায়লা ইসলাম বলেন আমি সংরক্ষিত মহিলা আসনকে ব্যক্তিগত ভাবে পছন্দ করি না, যেহেতু সংবিধানে সরাসরি নির্বাচনে মহিলাদের কোন বাধা নেই, সেজন্য আমি সরাসরি নির্বাচন করতেই আগ্রহ প্রকাশ করছি। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আমি একক সরাসরি মহিলা প্রার্থী হয়ে নির্বাচন করব ইনশাল্লাহ। আমার বিশ্বাস দলের প্রতি আমার অনুগত্য ত্যাগ শ্রম সাংগঠনিক দক্ষতা বিবেচনায় দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে,সে ক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী।
আর দল আমাকে এজন্য নমিনেশন দিবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে গত ৩১ বছর যাবত দুইটা কলেজে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে আসছি।
পাশাপাশি ১৯৮৯ সাল থেকে বিএনপি’র রাজনীতি করি, হঠাৎ করে রাজনীতিতে আসেনি, ছাত্র জীবনে একেবারে তৃণমূল থেকে উঠে এসে রাজনীতি করতে করতে আজকের এই অবস্থানে এসেছি।
আমি আল্লাহ চাহে তো এমপি হতে পারলে এলাকার অবকাঠামুগত উন্নয়ন , মাদক নির্মূলে কাজ করব যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে এলাকাকে মাদকমুক্ত করব, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ নির্মাণ কর।
কোন স্বৈরশাসকের চোখ রাঙ্গানিকে ভয় করিনি, চাকরির মায়া না করে গত ১৬ বছরে ছয়বার চাকুরী হারিয়েছি, ২০১৮ সালের আগে রাজনীতির কারণে একজন মহিলা হয়ে নিজ এলাকা থেকে দলীয় লিফলেট বিতরণ কালে জেলে গিয়েছি, কয়েক মাস জেলেছিলাম, ১৮র, নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছিলাম। পতিত স্বৈরাচারের করা ছয়টি মামলা চালিয়ে যাচ্ছি, গত ১৬ বছরে অনেক শক্তিশালী পুরুষরাই দল ছেড়ে চলে গেছে ভয়ে, একজন নারী হয়েও কোন ভয় করিনি, আমার প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষে কাজ করে যাচ্ছি। আমি আমার দলের নিকট আনুগত্য প্রকাশ করছি,, ব্রাহ্মণবাড়িয়া (৫) নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জোরালো প্রত্যাশা করছি, আশা করছি দল আমাকে সঠিক মূল্যায়ন করবে। পাশাপাশি আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে আছি পাশে থাকবো, আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
নায়লা ইসলাম, অধ্যাপিকা, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, সম্মানিত সদস্য জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি,
আহ্বায়ক নবীনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল, সাবেক সভাপতি ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দল।
রাজধানী ঢাকায় প্রতিটি লড়াই সংগ্রামের আন্দোলনে নায়লা ইসলামের অংশগ্রহণ রয়েছে। দলের হাই কমান্ড তার এই ত্যাগকে বিবেচনায় নিয়ে মূল্যায়ন করবে বলে তিনি বিশ্বাস করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ