কুমিল্লার রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৮৫’ ব্যাচের বন্ধু মিলনমেলা-২৫ইং অনুষ্ঠিত।
***********************************************
“সৌহার্দ্য ও স্মৃতি অন্বেষণে, মিলিত হবো আমরা নব প্রাণে” ‘বন্ধুত্বের বন্ধন থাকবে অটুট, এই স্লোগানকে সামনে নিয়ে..
কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্য বাহী রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৮৫’ ব্যাচের ছাত্রছাত্রীদের এক মহা বন্ধু মিলন মেলা মে-২৫ইং অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ই এপ্রিল) শনিববার দিনব্যাপী ঐতিহাসিক বিদ্যাপীঠ’ ঐতিহ্য বাহী রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ‘৮৫’ ব্যাচের বন্ধুুু’ মতিলাল ভদ্র, জহির, ইসমাইল, আজাদ, জসিম, সাবরা সুলতানা কলি, ফারুকের পরিকল্পনা ও তত্বাবধানে সর্ব পরী বন্ধুদের সার্বিক আয়োজনে ও আমন্ত্রণে, শৈশবের স্মৃতি চারণে বন্ধুদের বন্ধনে নানান আনুষ্ঠানিকতায় ব্যাপক উৎসবমুুহর ও আনন্দঘন পরিবেশে ‘বন্ধু মিলন মেলা মে-২৫ইং আয়োজন করা হয়।
সাবিরা সুলতানা কালির সভাপতিত্বে ও মো. জহিরুল ইসলাম হিরু প্রফেসরের সঞ্চালনায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর/বাঞ্ছারামপুর ও কুমিল্লা জেলার হোমনা/মুরাদনগর সহ আরও প্রায় কয়েকটি উপজেলার বন্ধু-বান্ধবীরা প্রিয় শিক্ষাঙ্গনে গিয়ে মিলিত হয়। সকাল-১০টায় পবিত্র কোরআন তেলওয়াত ও অকালপ্রয়াত বন্ধুদের স্বরনে শোক প্রস্তাবে নিরবতা পালন করে, ফুলের তোড়ায় সকল বন্ধুদের বরণ করা সহ পরিচয় পর্ব শেষে, স্বাগতও শুভেচ্ছা বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ মিয়া, এসময় আরো বক্তব্য রাখেন, ডা: জাকারিয়া, ডা: আলমগীর ড. আবু মিহির, অঞ্জন শাহা প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, বন্ধুত্বে সাবেক বা প্রাক্তন বলে কিছু নেই। বন্ধুত্বে কখনো পুরোনো হয় না। পুরোনো হয়ে যায় বন্ধুত্বে পার করা কিছু স্মৃতি! আর অমলিন থেকে যায় অসাধারণ সব মুহূর্ত। মলিন হয় শুধু আমাদের সময়গুলো। ব্যস্ত হয়ে যাই নিয়মমাফিক জীবন রুটিনে। হারিয়ে যায় সে দিনগুলোর বন্ধুত্বে আড্ডা। অনুষ্ঠানের শুরুতেই ‘৮৫’ ব্যাচের বন্ধুরা তাদের আলোচনায় শ্রদ্ধা ও ভালোবাসায় স্বরন করেন, এই ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মরহুম খলিলুর রহমান খলিল স্যার কে৷ মরহুম খলিল স্যারের স্মৃতি চারণে আবেগাপ্লুত হয়ে পড়েন ও মানুষ গড়ার এ মহান কারীগরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
যোহরের নামাজের বিরতি শেষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিলো পরিচয় পর্ব, আড্ডা, ফটোশেসন, সেলফি, আগামীর পরিকল্পনা, ও মধ্যাহ্নভোজ। এরপর এক মনোজ্ঞ অনুষ্ঠানে এসএসসি ‘৮৫’ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধু-বান্ধবীরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হয় তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৮৫’ ব্যাচের বন্ধুদের #বন্ধু_মিলন_মেলা_মে_২৫ইং এক মহা মিলন-মেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
এসময় কথা হয়, ‘৮৫’ ব্যাচের ২/৩জন বন্ধুর সাথে, তারা- বলেন, ‘এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। আমাদের এই ব্যাচের অনেক বন্ধুরাই আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত; যেমন আমরা অনেকেই প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার-ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা ব্যবসায়ী হয়েছেন। যখনই বন্ধুদের নিয়ে ভাবি, মনের মধ্যে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। আমরা প্রত্যাশা করি, আমাদের এই বন্ধন চির অম্লান থাকবে আজীবন।
নিজস্ব প্রতিনিধি আলাউদ্দিন আকাশের তথ্য ও চিত্রে- ব্রাক্ষণবাড়িয়া টিভি।