এ এস আই জহিরের প্রচেষ্টায় নবীনগর থেকে হারিয়ে যাওয়া কিশোর ফিরলো ঘরে
মোঃখলিলুর রহমান খলিলঃ নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাজীরহাটি ডায়নাপাড়ার তানভীর সৌরভ (১৫) গত পনের দিন আগে বর্তমানে বসবাসস্থল নবীনগরের বিদ্যাকোট কালাহাজীর বাড়ী থেকে হারিয়ে যায়।পরিবারটি অত্যন্ত সাধারণ হওয়ায় নবীনগর থানায় নিখোঁজ ডায়েরিও করেননি।মৌখিক তথ্যের ভিত্তিতে, নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল রাজ্জাকের দিক নির্দেশনায় এ এস আই জহিরের প্রচেষ্টায় আজ ০২/৫/২০২৫রোজ শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিক্রমপুরে সৌরভের অবস্থান নিশ্চিত হয়ে ঐখানকার সহযোগিতায় নবীনগর থানায় সৌরভকে পৌঁছে দেয়া হয়।
সৌরভকে ফিরে পেয়ে নবীনগর থানা পুলিশকে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।