ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ।
আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে অদ্য (১৪ এপ্রিল)যথাযথ মর্যাদায় পালিত হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।বাংলা নববর্ষ ১৪৩২.
উক্ত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় জনাব মোঃএনামুল হক। কাইতলা দক্ষিণ ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জোবায়ের আহমেদ মাসুদ।
উক্ত আনন্দ শোভা যাত্রায় আরোও উপস্হিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির,সিনিয়র শিক্ষক জনাব মোঃ শামীম,জনাব চন্দন কুমার সাহা,জনাব রফিকুল ইসলাম লিটন, জনাব আল আমিন, জনাব শ্রী পিন্টু চন্দ্র সূত্রধর,জনাব নেপাল চন্দ্র শীব,উষারানী সরকার, স্বরস্বতি রানী সাহা,আকলিমা আক্তার সহ সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।
প্রধান শিক্ষক জনাব এনামুল হক বলেন, বাংলা নববর্ষ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। তাই এই দিনে বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্বরণ করে।আজকের নতুন প্রজন্মের কাছে এই আনন্দ শোভাযাত্রা বাঙ্গালি সংস্কৃতির বার্তা প্রদান করছে।