শিরোনাম :
১৭ বছরপর সব থেকে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য কাইতলা দক্ষিণ ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া। একুশেপদকপ্রাপ্ত আলী জাকেরের ছেলে ইরেশ জাকের নামে হত্যা মামলা ভূগর্ভস্থ পানির স্থর(Ground Water)বিপর্যয়ে ভোগান্তিতে নবীনগর পৌরবাসী গ্রীষ্মকালীন ছুটি কাজে আসে না কৃষক পরিবারের শিক্ষার্থীদের কোম্পানীগঞ্জে বশত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট থানায় অভিযোগ কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার নবীনগর শ্যামগ্রাম ইউনিয়নে জামায়াতের গণসংযোগ মহানগর ডিঙিয়ে কিশোর গ্যাং আতংক এখন নবীনগরে নবীনগরে রাতে আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে কন্টাকটারের ক্ষমতা দেখিয়ে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

নবীনগরে নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন আলোচনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ১৬ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নবীনগরে নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন আলোচনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত।
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউপির বাউচাইল গ্রামে গরীব অসহায় ও দুস্হ এবং সাধারন মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে, ১২ই এপ্রিল-২৫ইং রোজ- শনিবার জমকালো আয়োজনেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায়, আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে, বহুপ্রতীক্ষিত “বাউচাইল নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিক”
বাউচাইল গ্রামের কৃতি সন্তান ও শিক্ষাবিদ এবং আধুনিক
সমৃদ্ধ বাউচাইলের স্বপ্নদ্রষ্টা’ মরহুম নজরুল ইসলাম (নসু) মাষ্টারের সুযোগ্য পুত্র,, নবীনগর উপজেলার গর্ব ও অহংকার, বাউচাইল গ্রামের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব ড:আতিকুল ইসলাম (রিপন) ও আমেরিকা প্রবাসী জনাব ফখরুল ইসলাম (মজনু) এবং বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবীদ জনাব শরিফুল ইসলাম (সাকলান) সহ মরহুম নজরুল ইসলাম নসু মাষ্টারের পরিবার বর্গের উদ্যেেগে দান কৃত জমিতে প্রতিষ্ঠিত বহুপ্রতীক্ষিত” বাউচাইল গ্রামের নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে, এই কমিনিউটি ক্লিনিক টি চালু হওয়ার ফলে বাউচাইল বলদী বাড়ী সহ আশপাশের ৩/৪টি গ্রামের সকলেই এর সুফল ভোগ করবে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাও বৃদ্ধি পাবে,, নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে সেবা গ্রহনের সুযোগ পাবে।।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তামিম রায়হানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উক্ত
“নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকটির” আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন- নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব রাজীব চৌধুরী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং ঈদ পূর্ণ মিলনী সাংস্কৃতিক সন্ধায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব হেলাল উদ্দিন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে অত্রাঞ্চলের অনুন্নত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনকল্যাণে মরহুম পিতা সমাজের বাতিঘর হিসেবে সর্ব মহলে পরিচিত” মরহুম নজরুল ইসলাম মাষ্টার এর সুযোগ্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডঃ আতিকুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহত্তর নবীনগর উপজেলার সর্বত্র উন্নয়ন ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলার প্রতিজ্ঞা করেন- বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্ব প্রাপ্ত পুলিশের উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া, ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নবীনগর উপজেলার প্রকৌশলী মো. মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়া আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি ও পেশা এবং সুশীল সমাজের মানুষেরা উপস্থিত থাকবে। নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন শেষে জমকালো আয়োজনে,
ব্যাপক উৎসাহ উদ্দীপনায়ও উৎসবমুখর পরিবেশে নানান আনুষ্ঠানিকতায় ঈদ পূর্ণ মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শকশ্রোতা ও অতিথিদের গান সুর ছন্দ নৃত্যের তালে তালে মাতিয়ে রাখে, জনপ্রিয় তারকা ব্যান্ড শিল্পী” এএনএফ ব্যান্ডেরর জনপ্রিয় সংগীত শিল্পী- আলো সাহা অল্পনা ও মিউজিক বাউলিয়ানার তৃতীয় স্হান অধিকারী জনপ্রিয় শিল্পী- অর্ণব ভূট্যাচার্য্যে এবং সংগীত শিল্পী ওয়াসিম আহমেদ সহ আরো শিল্পীবৃন্দ।

নবীনগর থেকে আলাউদ্দিন আকাশের তথ্য ও চিত্রে- ব্রাক্ষণবাড়িয়া টিভি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ