নবীনগরে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হতে যাচ্ছে নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকের।
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
রিপোর্টারঃ মো. আলাউদ্দিন আকাশ।
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউপির বাউচাইল গ্রামে গরীব অসহায় ও দুস্হ এবং সাধারন মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে, আগামী ১২ই এপ্রিল-২৫ইং রোজ- শনিবার জমকালো আয়োজনেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায়, আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, বহুপ্রতীক্ষিত “বাউচাইল নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিক”
বাউচাইল গ্রামের কৃতি সন্তান ও শিক্ষাবিদ এবং আধুনিক
সমৃদ্ধ বাউচাইলের স্বপ্নদ্রষ্টা’ মরহুম নজরুল ইসলাম (নসু) মাষ্টারের সুযোগ্য পুত্র,, নবীনগর উপজেলার গর্ব ও অহংকার, বাউচাইল গ্রামের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব ড:আতিকুল ইসলাম (রিপন) ও আমেরিকা প্রবাসী জনাব ফখরুল ইসলাম (মজনু) এবং বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবীদ জনাব শরিফুল ইসলাম (সাকলান) সহ মরহুম নজরুল ইসলাম নসু মাষ্টারের পরিবার বর্গের অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত, বহুপ্রতীক্ষিত” বাউচাইল গ্রামের নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হবার পর বাউচাইল সহ৷ আশপাশের গ্রামের সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবেও নজরুল ইসলাম মাষ্টার
কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে সেবা গ্রহনের সুযোগ পাবে।।
বাউচাইল নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা সদস্য জনাব শরিফুল ইসলাম সাকলাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত
“নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকটির” আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন- নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব রাজীব চৌধুরী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি ও পেশা এবং সুশীল সমাজের মানুষেরা উপস্থিত থাকবে। নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন শেষে জমকালো আয়োজনে,
ব্যাপক উৎসাহ উদ্দীপনায়ও উৎসবমুখর পরিবেশে নানান আনুষ্ঠানিকতায় ঈদ পূর্ণ মিলনী ও আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শকশ্রোতা ও অতিথিদের গান সুর ছন্দ নৃত্যের তালে তালে মাতিয়ে রাখবেন– জনপ্রিয় তারকা ব্যান্ড শিল্পী” এএনএফ ব্যান্ডেরর জনপ্রিয় সংগীত শিল্পী- আলো সাহা অল্পনা ও মিউজিক বাউলিয়ানার তৃতীয় স্হান অধিকারী জনপ্রিয় শিল্পী- অর্ণব ভূট্যাচার্য্যে এবং সংগীত শিল্পী ওয়াসিম আহমেদ সহ আরো শিল্পীবৃন্দ। আসছে, ১১ই এপ্রিল-২৫ইং রোজ- শনিবার “”বাউচাইল নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন- নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক জনাব মোবারক হোসেন হোসেন সুমন।