বোদা উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির মাসিক সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
আজ দুপুর ১২ টায় বোদা উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির আয়োজনে ফায়ার সার্ভিস মোরে মাসিক সাধারণ সভা ও আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিউল ইসলাম।উক্ত অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির কমিটিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।সকল সামাজিক কর্মকাণ্ডে সবার আগে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসহায় দুস্থ মানুষদের সেবায় নিয়োজিত সেনা কল্যাণ সমিতি। প্রতিবছর অসহায় দুস্থ শীতার্ত গরিব মানুষদের মাঝে কম্বল বিতরণ মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির মাসিক সমন্বয় সভায় নতুন কমিটির সকল সেনা কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন। সর্বশেষে বোদা উপজেলা দৈনিক কল্যাণ সমিতির সভাপতির বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।