কোম্পানীগঞ্জে শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক ফারুক হোসেন এবং সহকারী শিক্ষক গোলশান আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইসার মোহাম্মদ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, সহ-কারী প্রধান শিক্ষক প্রেমজিত দাস, অভিভাবক সদস্য মোঃ শরীফ উদ্দিন স্বপন, শাহজাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা প্রমুখ।
এছাড়াও স্কুলের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এ বছর অত্র বিদ্যালয় থেকে ৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম বলেন, পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিতে ভুলবে না।” তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠার এবং ভবিষ্যতে দেশ-সমাজে অবদান রাখার আহবান জানান।
তিনি আরও বলেন, আজকের বিদায় অনুষ্ঠান বিদায় নয়, এটি তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ।