নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় দাপা ইদ্রাকপুরের ষাটোর্ধ শাহজামাল, দ্রুত সন্ধান চায় তার পরিবার
রিপোর্টঃ ফজরের নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফেরেনি দাপা ইদ্রাকপুর কবরস্থান রোড এলাকার মোঃ শাহজামাল (৬০)।
১ এপ্রিল রবিবার ভোরে বাসা থেকে স্থানীয় মসজিদের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। তারপর আত্মীয় স্বজনসহ সকল পরিজনের বাসায় খোজ করার পরেও তাকে পাওয়া যায়নি। হারানোর বিষয়টি উল্লেখ করে তার স্ত্রী আলেয়া বেগম ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেন।
নিখোঁজ শাহজামাল দাপা ইদ্রাকপুরের মৃত তৈয়ব রহমানের ছেলে। শাহজামালের ছেলে রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বাবা গত ১ এপ্রিল ভোরে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন, তার আর বাসায় ফিরেনি। আমরা অনেক খুঁজাখুঁজি করেছি।
ষাটোর্ধ বৃদ্ধ শাহজামালকে যদি কেউ স্বহৃদয়বান ব্যক্তি খুজে পান অথবা তার সন্ধান দিতে পারেন তাহলে ০১৬০৭৪৭০২৪৭ এই নম্বরে খবর দেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।