বোদায় বর্ণমালা বিদ্যাপীঠ বিদ্যালয় এর নতুন ক্যাম্পাস শুভ উদ্বোধন।
মোঃ শাহজাহান করির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
বোদা পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌরসভায় বর্ণমালা বিদ্যাপিঠ এর নতুন ক্যম্পাস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা রোডস্থ আনায়োরা প্লাজায় এ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। পৌর বিএনপির সদস্য সচিব ও প্রতিষ্ঠানের সভাপতি দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ আফাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক একেএম আখতার হোসেন হাসান, পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান আবু হেনা মোঃ মোবিনুল ইসলাম (কাজল), সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহজাহান আলম, তিতোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বোদা বাজার বনিক সমিতির আবু জাভেদ মজুমদার চৌধুরী (খসরু) প্রমুখ। প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা বর্ণমালা বিদ্যাপিঠ এর সফলতা কামনা করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।