শিরোনাম :
১৭ বছরপর সব থেকে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য কাইতলা দক্ষিণ ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া। একুশেপদকপ্রাপ্ত আলী জাকেরের ছেলে ইরেশ জাকের নামে হত্যা মামলা ভূগর্ভস্থ পানির স্থর(Ground Water)বিপর্যয়ে ভোগান্তিতে নবীনগর পৌরবাসী গ্রীষ্মকালীন ছুটি কাজে আসে না কৃষক পরিবারের শিক্ষার্থীদের কোম্পানীগঞ্জে বশত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট থানায় অভিযোগ কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার নবীনগর শ্যামগ্রাম ইউনিয়নে জামায়াতের গণসংযোগ মহানগর ডিঙিয়ে কিশোর গ্যাং আতংক এখন নবীনগরে নবীনগরে রাতে আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে কন্টাকটারের ক্ষমতা দেখিয়ে
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

নবীনগর ভাঙ্গরা বাজারের অসহায় ব্যবসায়ীদের বিশ্বস্থ বন্ধু যুবদল নেতা হাজী কাউছার

প্রতিনিধির নাম / ৩৬ বার
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
Oplus_131072

নবীনগর ভাঙ্গরা বাজারের অসহায় ব্যবসায়ীদের বিশ্বস্থ বন্ধু যুবদল নেতা হাজী কাউছার

মোঃখলিলুর রহমান খলিলঃনবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাঙ্গরা বাজার নিয়ে যুগযুগ ধরে চলছে ভাঙ্গা গড়ার খেলা।দেশের সরকার পরিবর্তন হয়,চেয়ারম্যান পরিবর্তন হয় তবে ভাঙ্গরা বাজার ব্যবসায়ীদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না।বছরের পর বছর ভাঙা গড়ার খেলায় নিঃস্ব বাজার ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন আমরা সরকারের জায়গায় ব্যবসা করি সত্য পাশাপাশি ভোলাচং, ইব্রাহিমপুর জিনদপুরে ও গাজীর হাটেও সরকারি জায়গায় দোকান করে ব্যবসা করে কিন্তু রহস্যজনক কারণে শুধু যুগের পর যুগ ভাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান চলে।
আমরা সরকারি জায়গায় রাস্তা করতে চাইলে দখল ছেড়ে দিব কিন্তু ভাঙচুর হয় রাস্তা আর নির্মাণ হয়না শুধু আমাদের ব্যবসায়ীদের পেটে লাথি মারা হয়।মানবিক দিক বিবেচনা করে সরকার যেন আমাদের অত্যন্ত অস্থায়ী ভাবে দোকান করে ব্যবসা করার সুযোগ দেয় এই অনুরোধ করি।
ভাঙ্গরা বাজারে জেলা পরিষদের যাত্রী ছাউনিতে দোকান নির্মান নিয়ে নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী কাউসারকে নিয়ে অভিযোগ উঠে।
এই বিষয় নিয়ে কাউছারকে প্রশ্ন করলে তিনি বলেন এই জায়গা জেলা পরিষদ থেকে লিজ আনেন আনোয়ার হোসেন পিন্টু, হাজী মহিউদ্দিন ও হাজী জামাল ।
আমি এর সাথে কোন সংশ্লিষ্ট নই।
আমি বিএনপি করার অপরাধে আওয়ামী লীগের সময়ে মিথ্যা মামলায় জেল খেটেছি, আমাকে রিমান্ডে এনে গুরুতর অসুস্থ করে, আমার মা ও পুলিশের প্রতিদিনে বাড়ীতে এসে মানসিক নির্যাতনের কারনে মৃত্যু বরন করেন,আমার বিষয়ে তৎকালীন সময়ে অবগত হয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করেন।আমার বিষয়ে একটি মিথ্যা কল রেকর্ড ভাইরাল হয়েছে মূলত যার সাথে আমি কথা বলেছি তার নিকট থেকে আমি বিশ লক্ষ টাকা পাব, আমি বিগত দিনে মামলায় বাহিরে থেকেছি বলে টাকা আদায় করতে পারি নাই, এখন আমি আমার পাওনা টাকা আদায় করতে জোর গলায় কথা বলেছি।
কাউছার তার বক্তব্যের স্বপক্ষে প্রমান স্বরুপ চেক ও লিজের কাগজপত্র প্রতিবেদককে পেশ করেন।
বাজার ব্যবসায়ী কমিটির প্রধান উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীরমুক্তিযুদ্ধা হাজী ফুরকানুল ইসলাম বলেন কাওছার চাঁদাবাজী বা দোকানের বানিজ্যের সাথে জড়িত নই সে হয়তো হট টক করেছে এটাকেই ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করছে।
বাজার কমিটির সভাপতি শামিম মিয়া ও সাধারণ সম্পাদক আতিক সরকার বলেন আমরা বাজার চমৎকার ভাবে পরিচালনা করতেছি, বাজারের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করছেন কাউছার বাজারের একজন ব্যবসায়ী, বাজারে তিনি ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করেন, ব্যবসায়ীদের সুখে দুঃখের বন্ধু।
বাজারে হাজী বিরানীর স্বত্বাধিকারী বলেন কাউসারের বিষয়ে আনিত সকল অভিযোগ মিথ্যাও বানোয়াট তিনি খুব ভালো মনের মানুষ।
বাজারের সকল ব্যবসায়ীরা একসুরে বলেন কাউসার ভাই আমাদের সুখে দুঃখের বন্ধু, তিনি আছেন বলে আমরা চাঁদা মুক্ত পরিবেশে ব্যবসা করতেছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ