রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

প্রতিনিধির নাম / ১১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

12

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তৌহিদী জনতা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে যোহরের নামাজের পরে পৌরশহরের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত মুসল্লিরা ফিলিস্তিনে বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে নানা রকম স্লোগান দিতে থাকে। এবং শেষে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা।

এসময় বক্তব্য রাখেন, মাওলানা রজব আলী, হাফেজ মাওলানা আনিসুর রহমান, আশরাফুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন সহ সারাবিশ্বে মুসলিমদের বাঁচাবার তাগিতে আমাদের দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে ঐক্য গড়ে তুলে প্রতিরোধ করতে হবে। এমনকি রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে বৃহৎস্বার্থে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যের ডাক দেওয়ার আহবান জানান বক্তারা।

বক্তব্য শেষে নিহতদের স্মরণে মোনাজাত করেন জাহাঙ্গীর হোসেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ