ইমাম-মুয়াজ্জিনদের “ঈদ উপহার”দিলেন মাওলানা নাজির হোসেন।
আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি, নবীনগর, (ব্রাক্ষণবাড়িয়া)।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ২০নং কাইতলা দক্ষিণ ইউনিয়ন ও আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নাজির হোসেন সাহেবের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মহোদয় গনকে ঈদ উপহার প্রদান করেন।
অদ্য ১৮/০৩/২০২৫ইং রোজ মঙ্গলবার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মহোদয় গনকে দাওয়াত করে আকাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াতের অফিসে বসে তিনি এই উপঢৌকন প্রদান করেন।
তিনি বলেন, দেশ এবং জাতির ক্লান্তিলগ্নে সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মহোদয় গন কে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
হাফেজ আসাদুল্লাহ
সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী কাইতলা দক্ষিণ ইউনিয়ন।
মাওলানা ফরহাদ হোসেন ফরিদি।
হাফেজ নূরুল আমিন,হাফেজ রওশন, হাফেজ হেলাল,মুফতি জোবায়ের আহমদ সিরাজি,মাওলানা ইলিয়াস,হাফেজ সাব্বির,মাওলানা হেলাল উদ্দিন,মুফতি শরীফ আরমান,হাফেজ জাকারিয়া,মাওলানা বদরুল ,মাওলানা রহমত উল্লাহ হবিগঞ্জী,হাফেজ আবদাল হোসেন ,মাওলানা কবির হোসেন,মাওলানা বাছির ,মাওলানা আনিস,হাফেজ সাজিদ,মাওলানা ইয়াছিন,মাওলানা আজিজ, মাওলানা আবুল হোসেন,মাওলানা ইরফান,মাওলানা কাউসার আহম্মেদ, মাওলানা উমর ফারুক,মাওলানা মনির হোসেন, হাফেজ মোশাররফ, হাফেজ রায়হান,হাফেজ আসাদুল্লাহ,মাওলানা উমর ফারুক,হাফেজ ফয়সাল,মাওলানা মাহমুদুল,মাওলানা রবিউল,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা আসাদুল্লাহ।