জনআকাঙ্ক্ষা
ড. মোহাম্মদ সাহাবুদ্দিন
জন আকাঙ্ক্ষাকে যে প্রত্যাখ্যান করে,
আমি তাকে ঘৃণা করি।
জন আকাঙ্ক্ষাকে যে উপেক্ষা করে,
আমি তাকে ঘৃণা করি।
জন আকাঙ্ক্ষাকে যে ধুলোয় মেশায়,
আমি তাকে ঘৃণা করি।
জন আকাঙ্ক্ষাকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়,
আমি তার বিচার চাই, ন্যায্য বিচার।
যেন আশার পথ থেমে না যায়,
স্বপ্নের ডানা আকাশে উড়ুক আবার।
আশার পথ বেয়ে,
স্বপ্নের মশাল জ্বালিয়ে চিরকাল,
ন্যায়ের কণ্ঠ হোক প্রবল।
দুর্নীতির কারাগার ভেঙে একদিন,
সত্যের আলোয় ভাসুক নতুন দিন।
১৭ মার্চ ২০২৫