রাণীশংকৈলে নারী দিবস উপলক্ষে নাটক প্রদর্শনী
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও নাটক প্রদর্শন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বড়পুকুর নেকমরদ ফরিদ পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে দিবসের আলোচনা শেষে নাটক প্রদর্শন করা হয়।
মানব কল্যাণ পরিষদ আয়োজিত নেটজ্ বাংলাদেশ এর কারিগরি সহায়তায় বিএমজেড এর অর্থায়নে দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ এর রৌওশন আরা বেগম, শিরিন সুলতানা সহ শিক্ষার্থীরা৷ এ সময় নারী দিবসের নানা রকম তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।