রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- “অধিকার,সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবসটির র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউএনও রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আতাউর রহমান, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির শাহাজাহান আলী, পৌর জামায়াতের মোকাররম হোসাইন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস, বিএনপির সদস্য সচিব আনার কলি, এনজিও প্রতিনিধি,ছাত্র প্রতিনিধি তারেক প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন এনজিও’র নারী সদস্যরা উপস্থিত হয় এবং স্মারকলিপি প্রদান করেন।