মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্য এবং নবীনগর পৌরসভার এক কর্মচারীর বদলীর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে নবীনগরে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
ছাত্রদের অভিযোগ নবীনগরে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্যের সাথে একটি সিন্ডিকেট জড়িত। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
তারা আরও বলেন, ছাত্রদের নাম বিক্রি করে নবীনগর পৌরসভার অফিস প্রধান আবদুল মোমেনকে বদলী করা হয়েছে শুধু মাত্র পৌরসভার স্টোর কিপার জাহিদকে প্রমোশন দেওয়ার জন্য। অনৈতিক এ বদলির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। ছাত্রদের দাবি, অবিলম্বে মোমেনের বদলির আদেশ বাতিল করা হোক,নতুবা জায়েদ ও পৌর সচিবকে বদলি করা হোক।
এসময় ছাত্ররা দাবি করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নবীনগরের শহীদের নামে নবীনগর সদরের প্রাণ কেন্দ্র কলা বাজারের লিজ বাতিল করে ওই স্থানে স্মৃতিস্তম্ভ করা হোক।
এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, আবদুল মোমেন শারীরিকভাবে অসুস্থ,মানবিক দিক বিবেচনা করে তার বদলির বিষয়টি আমরা কাজ করছি। তিনি আরও বলেন, কলা বাজারের লিজের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে এবং ছাত্রদের দাবি অনুযায়ী শহীদের নামে স্মৃতিস্তম্ভ করার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।