মরহুম আব্দুল হান্নান ভূঁইয়া স্মৃতিবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত
মোঃ শাহ আলম খন্দকার ও এখলাছ উদ্দিন পিন্টুর যৌথ প্রতিবেদন ঃ ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায়ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম আব্দুল হান্নান ভূঁইয়ার স্মৃতিবৃত্তি প্রদান করা হয়।জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মরহুম আব্দুল হান্নান ভূঁইয়ার স্মৃতি বৃত্তি পরীক্ষায় নবীনগর উপজেলা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট-১২৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল A গ্রেডে১০ জন ছাত্র-ছাত্রী সাধারণ গ্রেডে ১৫ জন ছাত্র- ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদেরকে পুরষ্কার বিতরণ করা হয়।
তাছাড়া একই মঞ্চে আরো দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহাজ্ব গাজী মোঃ নাসির উদ্দিনের পৃষ্ঠপোষকতায়
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ২০২৪ ইং ও শিক্ষা ক্ষেত্রে অন্যান্য অবদান রাখা জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আব্দুল মোতালেবকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
মরহুম আবুল কাশেম স্মৃতি তহবিল শিক্ষা উপকরণ ২০২৫ ইং প্রদান করেন মোঃ রেজাউল করিম। সবগুলো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের। তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন – সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা – এটিএম রেজাউল করিম সবুজ।পুষ্ঠপোষকতা -বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমেরিকান প্রবাসী মোঃ সোহেল রানা ভূইয়া।আয়োজনে সহযোগিতা করেন জাফরপুর গ্রামের সর্বস্তরের জনগণ।অনুষ্ঠান পরিচালনা করেন ইকবাল মাস্টার ,জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।এসময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মোতালেব, মোঃ মামুন ভূঁইয়া , রেজাউল করিম, রফিকুল হক, রবি মেম্বার, গাজী মোঃ একলাছ উদ্দিন পিন্টু , মহিবুর রহমান, নজরুল ইসলাম, সাদেক ভূঁইয়া, মকবুল হোসেন প্রমূখ।