নবীনগর রাধিকা সড়কের সাহারপাড়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
মোঃখলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রাধিকা সড়কের সাহাড়পাড়ে ১১/০২/২৫ রোজ মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বেবী দেবনাথ (৩৩) নামের এক নারী নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহত বেবী দেবনাথ পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার দশানি গ্রামের তাপস দাসের স্ত্রী।
নিহতের স্বামী তাপস দাস জানান, বাঞ্ছারামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল সিএনজি দিয়ে, পথিমধ্যে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাক তার স্ত্রী মারা যান।
আহত ৬ জনের মধ্যে মটর সাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে পাঠানো হয়েছে।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে বেবী দেবনাথ নামের একজনের মৃত্যু হয়েছে।
এই সড়ককে মৃত্যু ফাঁদ বললেও ভুল হবে না।এই রাস্তায় ড্রাইভিং লাইসেন্স বিহীন অদক্ষ তরুণ ছেলেদের অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারনেই ঘনঘন দূর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী দাবী করেন। তারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নবীনগর প্রশাসনের দৃষ্টি কামনা করেন।