ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বুড়ি নদীতে নৌকা ডুবে শিশুর মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক
মোঃখলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বুড়ি নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় রিয়াদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নবীনগর সদরের নৌ-ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু রিয়াদ উপজেলার উরখুলিয়া গ্রামের সরকার বাড়ির বাহরাইন প্রবাসী শাহ আলম মিয়ার ছেলে।
জানা গেছে, অতিরিক্ত সিমেন্ট বহনের কারনে নৌকা ডুবে যায়, এ নৌকাটি ১৫ জন যাত্রী নিয়ে নৌ-ঘাট থেকে বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঝ নদীতে অতিরিক্ত পণ্য সিমেন্ট, সার, ও রডের ভারে ডুবে যায়। নৌকায় থাকা মৃত শিশুটির নানা সেলিম মিয়া সহ অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও আটকা পড়ে মা ও শিশু রিয়াদ। পরে স্থানীয়রা বিউটি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার আধাঘণ্টা পর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নৌকাটিকে টেনে উপরে তোলার সময় জানালার পাশে শিশুটির লাশ ভেসে উঠে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিউটি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে রেফার করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নৌকা ডুবির ঘটনায় আহত বিউটি আক্তার চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহত শিশুর লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নৌকা ডুবির ঘটনায় একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালমাল থাকার কারণে নৌকাটি ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায়।
নবীনগরে নৌ দূর্ঘটনা হওয়ার পর প্রশাসনের নজরদারি বৃদ্ধি পেলেও পরবর্তীতে এই নজরদারি থাকে না বলেই মাঝিদের অবহেলার কারণে এই দূর্ঘটনা ঘটে।