বাইশমৌজার শালিসকারক হাজী মলাই মিয়ার দাফন সম্পূর্ণ
মোঃ খলিলুর রহমান খলিলঃ ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদের পিতা, বাইশমৌজার শালিস কারক হাজী মলাই মিয়া (৮৫)।
হাজী মলাই মিয়ার জন্মভূমি তিলকিয়া গ্রাম বাদ আছর বিকাল চারটায় তিলকিয়া ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে সমাজের বিভিন্ন স্তরের হাজারো মানুষের উপরে মুসল্লীদের উপস্থিতি হয়। জানাযা শেষে তিলকিয়া কবরস্থানে হাজী মলাই মিয়াকে দাফন করা হয়।হাজী মলাই মিয়ার বাবা আব্দুল রাজ্জাক ওয়ার্ড মেম্বার ছিলেন।হাজী মলাই মিয়ার বড় ছেলে কবির আহমেদ বীরগাও ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। হাজী মলাই মিয়ার আরেক সন্তান এইচএম আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও অন্য ছেলেরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী।।মৃত্যুকালে তিনি তার স্ত্রী,৫ ছেলে ও তিন মেয়ে সহ অংসখ্য আত্মীয়স্বজন রেখে গিয়েছেন।