মুরাদনগরে সাবেক এমপি কায়কোবাদের দেশে আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা।
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদের বাংলাদেশে আগমন উপলক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার মেটংঘর বাসট্যান্ড সংলগ্ন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আকবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দুপুরের পর থেকেই মিছিলে মিছিলে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যোগদান করে উক্ত সভাস্থল কাণায় কাণায় পরিপূর্ণ করে
তোলেন।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব শাহ আলম সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দিন আহমেদ অঞ্জন।
উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ বাদশা ও আকবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফ খানের যৌথ সঞ্চালনায় এসময় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, সৈয়দ আমজাদ হোসেন তসু ও জামাল উদ্দিন, সদস্য সোহেল আহমেদ বাবু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য নাছির উদ্দিন নয়ন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক মোল্লা, সদস্য মাসুম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক কবির হোসেন, সৌদিআরব প্রবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাবুল, কাতার প্রবাসী খুরশিদ আলম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন, যুগ্ন আহবায়ক আজিজ সরকার মুন্না, নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বাবুল সরকার, উপজেলা শ্রমিকদল নেতা গোলাম মোস্তফা, নবীপুর পশ্চিম ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, বিএনপি নেতা ইয়ার শাহ, যুবদল নেতা তোফাজ্জল হোসেন, মোঃ আলম, শাহ আলম, মোঃ সেলিম, মোঃ আউয়াল, মোঃ জসিম, মোঃ নাছির। এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।