মোঃ খলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১ জন অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌরসভার বড় বাজারে ওই অসাধু ব্যবসায়ীদদের পৃথক পৃথক ১১টি মামলায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রকাশ সহ সরকারের সকল নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করাসহ অভিযানে নবীনগর সাব রেজিস্ট্রি অফিস ও হাসপাতাল সড়কের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানা যায়।
ভোক্তা সাধারন এই অভিযান পরিচালনা করায় ধন্যবাদ জানিয়ে বলেন এই অভিযান যেন ধারাবাহিক ভাবে পরিচালনা করা হয়।