শিরোনাম :
রুপসা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সানজিদা রিকতা নোয়াখালীতে ভাড়া নিয়ে বিতন্ডায় প্রাণ গেলা অটোচালকের কক্সবাজার টেকনাফ র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা অপহরণ,সেনা সদস্যসহ আটক ৩ হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত স্মৃতি রানী শীলের মৃত্যুতে মহা গীতা যপ্রয়াতাজ্ঞ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি হত্যার চেষ্টা থানায় অভিযোগ। শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে দক্ষিণ মাদার্শা সেবাশ্রমে তিনদিনব্যাপী মহোৎসব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির ১,২ ও ৩ নং ওয়ার্ড শাখার চরলাপাং এ এডভোকেট এম এ মান্নান এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় জনতার ঢল
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

স্ত্রীর হাতে স্বামী সিরাজুল ইসলাম খুন, রহস্যে ঘেরা খুনের তথ্য উন্মোচন

প্রতিনিধির নাম / ৩১০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

স্ত্রীর হাতে স্বামী সিরাজুল ইসলাম খুন, রহস্যে ঘেরা খুনের তথ্য উন্মোচন

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় সিরাজুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় তার স্ত্রী তানিয়া ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ছেলে মো. টুটুল বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় মামলার এজহার নামীয় আসামি নিহতের স্ত্রী তানিয়া ইসলাম মনি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নাছির উদ্দিন।

নিহতের মেয়ে শিমু আক্তার জানান, ভুরভুরিয়া গ্রামে বাবার এক ধর্মবোনের বাড়িতে যাতায়তকে কেন্দ্র করে তার মা-বাবার মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছে।

পারিবারিক কলোহের জেরে মাঝে মাঝে তার বাবাকে তাদের সামনেই মা বঁটি দিয়ে, ঝাড়ু দিয়ে মা*রতে যাইতেন। প্রায়ই মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করত এবং তোর রক্ত দিয়ে গোসল করমু বলে হুমকি ধামকি দিতো।

গত ৯ মাস যাবৎ মা আমাদের বাসায় থাকেন না। তিনি প্রতিবেশী ছবির মিয়া, পাপিয়া, কালন ও রাহিমার বাড়িতে থাকতো।সেই বাড়িতে থেকেই বাবাকে বার বার মারার হুমকি দিতো। আমি আমার বাবার হত্যার বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন শিমু।

উল্লেখ্য,গত রোববার (৬ অক্টোবর) ভোরে সিরাজুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মাঈনুদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্বামীকে খুন করে হাসপাতাল মর্গে ছলনা কান্নার সোরগোল।

পরে হোমনা থানার এসআই ফরহাদ হোসেন লাশের সোরতহাল করে ঘটনাস্থল বাঞ্ছারামপুর হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বাঞ্ছারামপুর থানায় মাধ্যমে ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ছেলে টুটুল বাদী হয়ে তার মা তানিয়া ইসলামকে প্রধান আসামী করে বাঞ্ছারামপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, নিহত সিরাজুল ইসলাম হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ