🔴বাঞ্চারামপুরে ফরদাবাদে বৈরী আবহাওয়ায় ফাইনাল ফুটবল খেলা দেখতে শিক্ষক শিক্ষার্থী দর্শকশ্রোতার ঢল!
#খেলার-ফলাফলঃ- দশম শ্রেণি-০১ সপ্তম শ্রেণী-০০
#রিপোর্টার__মো_আলাউদ্দিন_আকাশ।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষাপ্রতিষ্ঠান ” ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়য়ের শিক্ষার্থীদের
বার্ষিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের সপ্তম শ্রেণী বনাম দশম শ্রেনীর ছাত্রদের বহুপ্রতীক্ষিত ফাইনাল টুর্নামেন্টটি সকাল- ১১ঘঠিকায় ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রচন্ড বৃষ্টি পাত ও বৈরী আবহাওয়ার মাঝে টান টান উত্তেজনা ও আক্রমণ ও পাল্টা আক্রমণের মাঝে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সপ্তম শ্রেণীর ছাত্রদের শূন্য – এক গোলে পরাজিত করে দশম শ্রেণির ছাত্ররা চ্যাম্পিয়ান হয়। প্রায় – ৯০ মিনিটের এই খেলায় পুরোটা সময়ই একনাগাড়ে মুষলধারে বৃষ্টি পাত হয়। প্রচন্ড বৃষ্টিতে ভিজে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শ্রেনীর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ দর্শকশ্রোতারা শুনশান নীরবতা বঝায় রেখে উক্ত ফাইনাল ফুটবল খেলাটি উপভোগ করেন। ০৭ম শ্রেনী একাদশ বনাম দশম শ্রেণি একাদশের ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে আশেপাশের শতশত ফুটবল প্রেমীদের ভীর লক্ষ্য করা গেছে।
আজ বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর-২৪ইং ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা- জানবা শাহিনুর বেগমের. সভাপতিত্বে শান্তির বাজার হাইস্কুল মাঠে
জুনিয়র ও সিনিয়র শিক্ষার্থীরদের দশম/সপ্তম শ্রেণির ফাইনাল ফুটবল টুর্নামেন্টের খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন- বিএনপি নেতা জানব বোরহান উদ্দিন….. উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন – ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সফল সভাপতি ও বাঞ্চারামপুর উপজেলা যুবদল নেতা- জনাব সালাউদ্দীন ভূইয়া। বিশেষ অতিথি – উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসা মিয়া যুবদলের নেতা- মুসা মিয়া। বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সফল যুগ্ম আহবায়ক- রোমান মিয়ার সঞ্চালনায় উক্ত খেলাটি মাঠে গিয়ে দুটি দলের কোমলমতি শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও প্রথমার্ধের খেলার আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন- অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেম্বার -আলী আহাম্মদ ও জনাব শিপন মেম্বার ও ডাঃ হেলাল উদ্দিন ও দুই বারের নিবাচিত সাবেক মেম্বার মো. মজিবুর রহমান,৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– অভিভাবক প্রতিনিধি –
আলী আহামেদ, শিপন মেম্বার, ডাঃ হেলাল উদ্দিন, দুইবার মজিবুর রহমান, বিএনপি নেতা মোলায়েম, যুবদলের নেতা, শিবলী আহমেদ, নাসির খাইরুল আহমেদ, সেচ্ছাসেবকদল আহবায়ক- কাউছার ও পিন্টু, যুবায়ের ছাত্রদল নেতা সজল, রাতুল ডিমান প্রমুখ।
এসময় আমন্রিত অথিথীরা বলেন, খেলাধুলা হচ্ছে শারীরিক ব্যায়াম।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মাদক নির্মূলে বেপক ভূমিকা রাখে, তাই প্রতি বছর যেন এরকম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কাছে আহবান করেন। বক্তারা এসময় বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্ধুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে আমরা ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়েরয় মাঠে উক্ত ক্ষুদে শিক্ষার্থীদের দুটি দলের ফাইনাল ফুটবল টুর্নামেন্টির আয়োজন করেছি।