হরিপুরে সীরাত মাহাফিল অনুষ্ঠিত
জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত কাল (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে কালিগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়নের আমীর মোঃ আফসার আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আব্দুল হাকিম কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামাতে ইসলামী, ঠাকুরগাঁও জেলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম নায়েবে আমির, হরিপুর উপজেলা, মাওলানা রমিজ আহাম্মেদ সেক্রেটারী হরিপুর উপজেলা শাখার।
এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা রমিজ আহাম্মেদ, বাংলাদেশ ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আসাদুল্লাহ আল- গালিব,বাংলাদেশ জামাতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মোশারফ হোসেন, ও সেক্রেটারি মাওলানা মেহেদী হাসান,এ সময় আরো বক্তব্য রাখেন হরিপুর উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সীরাত মাহাফিল পরিচালনা করেন, বাংলাদেশ জামাতে ইসলামি হরিপুর উপজেলা শাখার কোষাধাক্ষ মোঃ কামরুজ্জামান ।