সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা।
জনতা নিউজ ডেস্কঃ বুধবার
ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। এনটিআরসিএর কার্যালয়ে তালা মারা হয়েছে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে।
এনটিআরসিএ এর কর্মকর্তা বলেন আন্দোলরতদের দাবি আমরা শুনেছি। সেগুলো লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।আমরা ওনাদের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দিবো।
তবে আন্দোলনকারী শিক্ষকরা বলেন আমাদের একটাই দাবি আমাদের সরাসরি নিয়োগ চাই।