.সাপের কামড়ে শিশুর মৃত্যু
মোঃ খলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কান্দি (রেজতপুর)গ্রামের হোপের ম্যানেজার নাসিরুদ্দিন স্বপনের নয় বছরের শিশু কন্যা সাইমা মম সোমবার রাত ১০ ঘটিকা নিজ বসত ঘরে সাপের কামড়দেয় সাথে সাথে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা প্রেরণ করেন, কুমিল্লা নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় মৃত্যুবর করেন।নবীনগরে বিগত বছরব গুলোতেও একাধিক সাপে কামড়ে মৃত্যু হয়।নবীনগর সরকারি হসপিটালে সাপের কাপড়ের বিষ নিধনের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় রোগী রোগীদের দ্রুত চিকিৎসা দিতে না পারায় রোগী মৃত্যুর বড় কারণ বলে এলাকাবাসী মনে করেন।