পঞ্চগড়ের বোদায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জেলা ইজতেমা।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলা মাড়েয়া ইউনিয়নে তাবলীগ জামাতের তিনদিনের ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উক্ত ইজতেমা মাঠে হাজার হাজার মুসল্লী সহ আখেরি মোনাজাতে পঞ্চগড়ের পাঁচটি উপজেলার মানুষ অংশ নেন। দেশ এবং বিদেশ থেকে আসা তাবলীগ জামাতের মুরুব্বীরা বয়ান করেন। আজ দুপুর ১১ টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়, আখেরি মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ এবং দক্ষিণাঞ্চলে ভেসে যাওয়া বানভাসি মানুষদের জন্য দোয়া করা হয়। বোদা উপজেলার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী তজমল ও খায়রুল আলম গণমাধ্যম কর্মীদের জানান তাবলীগ জামাতের কাজ হচ্ছে দেশ এবং বিদেশে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া আল্লাহর হুকুম মানা এবং হুজুর পাক সাল্লাল্লাহু সালামের তরিকায় চলা, তিনারা আরো জানান সুন্দর সুষ্ঠুভাবে পঞ্চগড়ের জেলার তিনদিনের ইজতেমা প্রশাসনের কঠোর নজরদারির ও আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবনটা যেন দিনের দাওয়াতের কাজে লেগে থাকতে পারি।