৪১৬ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৯,৩২০/-টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক
মোঃ খলিলুর রহমান খলিলঃ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন নবীনগরে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করছেন,ইতিমধ্যে বেশকিছু সফল অভিযান পরিচালনার মাধ্যমে নবীনগরে মাদক ব্যবসায়ীদের নিকট আতংকের নাম হয়ে উঠেছেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন। মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আজ ২৬আগষ্ট বিকাল ৪:৩৫ মিনিটে নবীনগর পৌর এলাকার ৩নং ওয়ার্ডস্থ মন্নান মেকার (জামাল মিয়ার) বাড়ীর ভাড়াটিয়া মুক্তার হোসেন বাবুর বসত ঘর হতে মাদক উদ্ধার করা হয়।
শামীম ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ নবীনগর পৌরসভা ৩নং ওয়ার্ডস্থ মন্নান মেকার এর বাড়ী (জামাল মিয়ার বাড়ীর) ভাড়াটিয়া মুক্তার হোসেন বাবুর বসত ঘরে ইয়াবা ট্যাবলেট কতিপয় ব্যবসায়ীর মাঝে ভাগ বাটোয়ারা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের দখল হইতে ৪১৬ পিছ ইয়াবা ট্যাবলেট এবং নগদ-৪৯,৩২০/-টাকা সাক্ষীদের উপস্থিতিতে বিকাল ৪:৩৫ মিনিটের সময় জব্দ করেন।
এসময় ঘটনাস্থলে মোঃ শরীফুল ইসলাম (৪৫) পিতা-মৃত রফিকুল ইসলাম, মামুন মিয়া (৫৫) পিতা-মৃত আব্দুর রশিদ, উভয় নবীনগর পশ্চিম পাড়া ২নং ওর্য়াডের বাসিন্দা। মোঃ বাবু (৩২), পিতা- মৃত তাজুল ইসলাম, নবীনগর পদ্মপাড়া, ০২নং ওর্য়াড, নবীনগর পৌরসভা, আমজাদ হোসেন (৫৫), পিতা-মৃত নাছির মিয়া, দূর্গারামপুর মোল্লা বাড়ী, ইউনিয়ন-বীরগাঁও, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে গ্রেফতার করেন।
এসআই শামীম ভুইয়া২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন নবীনগর থানায় বাদী ৩৬(১) এর ধারায় একটি মামলা করেন।মামলা নং১৪।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।