নবীনগর মডেল প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ খলিলুর রহমান খলিলঃ আজ ২৬ আগস্ট রোজ সোমবার নবীনগর মডেল প্রেস ক্লাবের কার্যালয়ে সংগঠনের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ভোরের কন্ঠের নবীনগর প্রতিনিধি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, দৈনিক লাখো কন্ঠের নবীনগর প্রতিনিধি মোঃ হুমায়ূন কবীরের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মডেল প্রেস ক্লাবের সহসভাপতি দৈনিক শিরোমনির নবীনগর প্রতিনিধি মোঃ রকিব উদ্দিন নয়ন,সহসভাপতি দৈনিক মাতৃভূমি পত্রিকার নবীবগর প্রতিনিধি এখলাছ উদ্দিন পিন্টু,যুগ্ম সম্পাদক বিবি নিউজের প্রতিনিধি প্রভাষক আইনুল হক, পল্লী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক দৈনিক চোখ এর নবীনগর প্রতিনিধি সোহেল মিয়া, ভোরের চেতনার নবীনগর প্রতিনিধি আব্দুল হাদী,দপ্তর সম্পাদক দৈনিক আজকের সত্য এর নবীনগর প্রতিনিধি মুমিন মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া টিভির প্রতিনিধি আলাউদ্দিন আকাশ,সদস্য আনোয়ার হোসেন, মাতৃভূমির খবর পত্রিকার পৌর প্রতিনিধি শাহিন আহমেদ রাজু, জনতা নিউজের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান মুন্না,প্রমূখ।সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। নবীনগর মডেল প্রেস ক্লাবের একি নামে দুটি সংগঠন পরিচালিত হচ্ছে যা নিয়ে সর্ব মহলে আলোচনা সমালোচনা হয়,এই নিয়ে সদস্যদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়,বেশিরভাগ সদস্য মডেল প্রেস ক্লাবের নামের আগে নিউ শব্দ যোগ করে নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের নাম করন করার বিষয়ে যুক্তি তুলে ধরেন।এ বিষয়ে আগামী মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হবে বলে সভায় আলোচনা হয়।