হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলের গাছ বিতরণ।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চতুর্থ সাপ্তাহিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের ফলের গাছ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডাক্তার মোঃ ইমরান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুল এন্ড কলেজে ভাইস প্রিন্সিপাল মোঃ ফিরোজ হাবিব। এ সময় ভাইস প্রিন্সিপাল তিনার বক্তব্য বলেন গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অনেক তাই আমরা বাসার আশেপাশে বিভিন্ন ধরনের ফল ফুল ও ঔষধি গাছ লাগাবো। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিভাবক সহ হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের একজন অভিভাবক দেবীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ ইসমাইল হোসেন গণমাধ্যম কর্মীদের জানান হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের লেখাপড়ার মান অনেক ভালো এবং স্কুল এন্ড কলেজের পরিবেশ অনেক চমৎকার শিক্ষকরা যত্ন সহকারে ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করান শিক্ষকদের আচার ব্যবহার অমায়িক বাচ্চাদের বাড়তি প্রাইভেট পড়ানো প্রয়োজন হয় না,ছাত্র ছাত্রীদের আসা যাওয়ার জন্য স্কুল বাস দেওয়া হয়েছে এতে আমরা অনেক খুশি, জানা যায় অত্র ইস্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এবং বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন নিজস্ব অর্থায়নে স্কুলটি পরিচালনা করেন, তিনি একজন শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। তিনি চেয়ারম্যান হিসেবে খুবই সৎ মানুষ।