বোদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন স্বপন ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে বোদা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ আলতাপ হোসেন স্বপন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ব্যক্তিগত জীবনে তিনি খুবই সৎ হাস্য উজ্জ্বল সফল ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক সফল রেলপথ মন্ত্রী আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সুজন ও বোদাপৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু মোঃইমতিয়াজ হোসেন মির্জা।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি তার পরিবার পরিজন সহ অনেক শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বোদা পৌরসভায় শোকের ছায়া নেমে আসে। মহান আল্লাহতালা তাকে যেন বেহেস্ত নসিব করেন পরিবারের সদস্য দোয়া চেয়েছেন।