ময়মনসিংহে রাজকীয় ভাবে ইমামের বিদায় সংবর্ধনা
মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
একজন ইমাম ও খতিবের বিদায়ী সংবর্ধনার আয়োজন ছিলো চোখে পড়ার মতো। এরকম ভাবে ময়মনসিংহের চরাঞ্চলে কখনো ইমাম সাহেবদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়নি। তবে স্বশক্তি যুব ফাউন্ডেশন এর উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি গতকাল (২৩ জুন) অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, তিনি ৫৬ বৎসর যাবত ইমামতি করে চলেছেন। তার নাম ক্বারী মোঃ সুরুজ আলী। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের সিরতা উত্তর ভরুয়া কান্দা বাইতুল ফালাহ জামে মসজিদ এর ইমাম ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় হাফেজ মাওলানা হাফিজুর রহমান সুমন বলেন, তিনি কষ্ট করে বাড়ি থেকে হেঁটে হেঁটে ওয়াক্তের আগেই মসজিদে উপস্থিত হয়ে যেতেন। ঝড়-তুফানেও উনাকে আটকাতে পারেন নি কখনো। উনার অসংখ্য ছাত্র আজ আলেম সমাজে প্রতিনিধিত্ব করতেছেন। আজ বিদায় সংবর্ধনায় হুজুরকে সম্মানি দেওয়া হয়েছে প্রায় ৫০ হাজার টাকার মতো। তিনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন। উনিই আমাদের মুরুব্বি, উনাকে প্রতি মাসে ২৫০০/৩০০০ টাকার মতো মাসিক ভাতা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জামিয়া মাহমুদিয়া চর খরিচা বড় মাদরাসার উস্তাদ মাওঃ মফিজ উদ্দি