জোর করে চাঁদা উত্তোলন কতিপয় ব্যক্তি ইজারা নিয়েছে রাংসা নদী পারাপারে স্থানীয়দের ক্ষোভ
তারাকান্দা-শ্যামগঞ্জ, মানিকদিরের রাস্তায়
রাংসা নদীর উপরে নতুন ব্রিজ নির্মাণ প্রকল্পে বাইপাস রাস্তা বর্ষা মৌসুমে ভেঙে যাওয়ায়।অদ্যইং ২০/০৬/২০২৪ তারিখ রোজ শুক্রবার। এবং শনিবার নৌকা দিয়া পারাপারের সময় অতিরিক্ত যাত্রী উঠাই মাঝখানে নৌকা ডুবে যায়। এবং মায়ের কোল থেকে একটি শিশু হারিয়ে যায় বলে জানা যায়। কিছুক্ষণ সেই শিশুটি মৃত পাওয়া যায় অনেক দূরে।
তারাকান্দা শ্যামগঞ্জ এলজিডি সড়কের নির্মিত রাস্তা তারাকান্দা অংশের মানিকদির এর ব্রিজ আবার ভেঙ্গে গেছে।
তারাকান্দা হতে শ্যামগঞ্জ গামি যাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো বলে জানা যায়। ঈদুল আযহা উপলক্ষে মানুষের সমাগম আরোও বেড়েছে। যার কারনে গাড়ির অতিরিক্ত চাপ এবং অতিরিক্ত বৃষ্টির ফলে তারাকান্দা ও শ্যামগঞ্জ রোডের মানিকদির ব্রিজের পরিকল্প রাস্তা। বৃষ্টির পানির ফলে তা ভেঙ্গে যায়। এত করে কেন বলে চলাচলের ভোগান্তি হচ্ছে। প্লিজকা মোটরসাইকেল ইজিবাইক চলাচল করতে অসুবিধা হচ্ছে। এবং মানুষ পারাপার করতে ভোগান্তি হচ্ছে। শহর থেকে আসা মানুষগুলো তাদের চাকরির ক্ষেত্রে