সেনবাগে নবনির্বাচিত চেয়ারম্যানগণের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
সেনবাগ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দিপু, পুনঃ নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ জুন ) দুপুর সোয়া ১২টায় নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে সেনবাগ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দিপু, পুনঃ নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
নব নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানগণ, নির্বাহী অফিসার, ইউপির চেয়ারম্যানগণ সহ প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অতঃপর উপজেলা পরিষদ সভা কক্ষে বরণ অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দিপু, পুনঃ নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির ও নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম কে ফুল দিয়ে বরণ করা হয়। আজ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের কর্মকাল শুরু হয়ে আগামী ৫ বছর পর্যন্ত চলমান থাকবে।
এসময় আরো উপস্হিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।