জিএমপি পূবাইল থানা পুলিশের অভিযানে চোলাইমদ ও মোটর সাইকেলসহ আসামী গ্রেফতার-০২
সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানার কর্মকর্তা
এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১১ জুন গোপন সংবাদের ভিত্তি করিয়া পূবাইল থানাধীন ভাদুন ব্রীজ সংলগ্ন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৪ লিটার চোলাইমদ ও ১টি মোটর সাইকেলসহ ২ জন আসামীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,
(১) গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডে ভাদুন নাগপাড়া এলাকার সাত্তার খাঁন এর ছেলে সাহেদ খাঁন (২২),
(২) গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পারের টেক এলাকার আসাদ মিয়ার ছেলে নিরব হোসেন (২১)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান আরও জানান,
আসামী (১) সাহেদ খাঁন (২২) ও (২) নিরব হোসেন (২১) কে পূবাইল থানাধীন ভাদুন ব্রীজ সংলগ্ন বটতলা এলাকায় অভিযানে
০৪ (চার) লিটার দেশীয় চোলাই মদ ও ০১টি হোন্ডা কোম্পানীর CB HORNET 160 R মোটর সাইকেল সহ গ্রেফতার পূর্বক থানায় হাজির হয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।