শিরোনাম :
রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ বর্ধিতসভা অনুষ্ঠিত। নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ বর্ধিতসভা অনুষ্ঠিত। সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগ নেতা নাছির সহ ছয় জন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠের নেতা গ্রেফতার জাতীয়তাবাদী কৃষক দলের কুমিল্লা বিভাগীয় যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব পেলেন মামুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চলের বাতিঘর শিল্পপতি রিপন মুন্সী ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৯ জন জাতীয় সংসদ সদস্য সহ ২৪০ জনের নামে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৯ জন জাতীয় সংসদ সদস্য সহ ২৪০ জনের নামে মামলা
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

অজুহাতেই ভোগান্তিতে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস””

প্রতিনিধির নাম / ২৮০ বার
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

“”অজুহাতেই ভোগান্তিতে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস””

রিপোর্টার,ঢাকাঃ- জিহাদ হোসেন

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভোগান্তির যেনো শেষ নেই, সার্ভার এর সমস্যা বলে কাটিয়ে দিচ্ছেন সারাদিন। ভিতরে খোঁজ নিয়ে দেখা যায়। তাদের কর্তব্যরত কর্মকর্তারা নেই বললেই চলে।
অন্যথায় ভি আই পি গেষ্ট নিয়ে খোশ গল্পে মেতেছেন উপপরিচালক জামাল হোসেন নিজেই।এমন দূর অবস্থা দেখে গণমাধ্যম কর্মীরা ;উপপরিচালক জামাল হোসেন এর সাথে কথা বলতে চাইলে,তিনি জানান”আমি বক্তব্য দিতে রাজি নয় আপনারা বরং নিচের পরিস্থিতি পারলে শান্ত করুন।আর যদি সংবাদ প্রকাশ করেন তো করেন যা মনে চায় করেন” নিচে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়,তারা অযথায় মানুষকে হয়রানি করে, এবং প্রতিনিয়তই তালবাহানা চালিয়ে যায়।এখানে আজ পযন্তও ভোগান্তি ছারা কেও হাতে পায় নি পাসপোর্ট, তবে দালালদের হাতে দিলে খুব সহজেই আলাউদ্দিন চেরাগের মতোই আদ্ধাতিক ভাবে সঠিক ভাবেই হয় সব।তবে তাতে গুনতে হয় মোটা অংকের টাকা। এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দালালরা পাসপোর্ট অফিস ত্যাগ করে। নিরাপত্তা বাহিনীর আনসারদেরও নেই তেমন কোনো কাজ, তাদের কাজ হলো যারা পাসপোর্ট করতে আসবে, তাদের কিভাবে নির্জনঝাল ভাবে দালালের মাধ্যমে সেটিং করিয়ে দেওয়া যায়। এতে তাদেরও থাকে প্রতিনিয়ত বেশ কিছু টাকা। এভাবেই নিচ কর্মকর্তা থেকে উপরের ধাপে উঠতে থাকে টাকা। আর সে টাকা দিতে হয় ভুক্তভোগীকেই।বিস্তারিত আসবে….

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ