জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ইদের ২য় দিন
শিবালয় ( মানিকগঞ্জ প্রতিনিধি) :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ইদুল আযহার পরের দিন। অত্র বিদ্যালয়ের ১৯৭৩- ২০২৪ এস এস সি ব্যাচের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এ পুনর্মিলনীতে।ইতিমধ্যে সাত শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।সকালে সেমিনার,বক্তব্য, র্যালি,দুপুরের খাবার ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে এ পুনর্মিলনীতে।সত্তরের দশক পরবর্তী সময় থেকে মানিকগঞ্জের শিবালয়ে শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা রেখেছে এ বিদ্যালয়।পুনর্মিলনীকে ঘীরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষকদের মধ্যে।